আন্তর্জাতিক

ব্রাসেলস হামলায় জড়িত সহোদরের নাম প্রকাশ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দরে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন দু`জনের নাম প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। হামলাকারী দুইজন হচ্ছে খালিদ ও ব্রাহিম এ- বাকরাও। ওই হামলাকারীরা দুই ভাই। খবর বিবিসির।  ওই দুই আত্মঘাতী ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। সেখানে তাদের সঙ্গে আরো একজন ছিলেন যাকে এখনো খুঁজছে বেলজিয়াম কর্তৃপক্ষ। মঙ্গলবারের দেশটির বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলার ঘটনায় ৩৪ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো দুই শতাধিক। ইতোমধ্যেই ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বুধবার বেলা ১১টায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে। এছাড়া পুরো বেলজিয়ামে তিন দিনের শোক পালন হচ্ছে।টিটিএন/পিআর