দেশজুড়ে

তিন বছরে ২০ হাজার তালের আঁটি রোপণ করলেন মিলন

প্রতিবছর জুলাই-আগস্ট-সেপ্টেম্বর এলেই রাস্তার পাশে ও বিভিন্ন খালি জায়গায় তালের আঁটি লাগান মাদারীপুরের মিলন মুন্সি (৩০)। তিনবছর ধরে নিঃস্বার্থভাবে এ কাজ করে চলছেন। এরই মধ্যে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তায় প্রায় ২০ হাজারের বেশি তালের আঁটি রোপণ করেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের হানিফ মুন্সি ও সামসুন্নাহার বেগমের ছেলে মিলন মুন্সি। কাজের সুবিধার্থে পরিবার নিয়ে মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় থাকেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলার ঘোষাইরহাটে নির্বাচন অফিসে কর্মরত। এছাড়াও তিনি প্রায় ১০ বছর ধরে মাদারীপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করে আসছেন। কারো রক্তের প্রয়োজন হলে নিজের রক্ত দেয়ার পাশাপাশি রক্ত সংগ্রহ করে দেন। সব সময় অসহায়দের পাশে থাকেন তিনি। বিশেষ করে প্রত্যন্ত গ্রামের প্রতিবন্ধী মানুষদের নিয়ে বেশি কাজ করেন এ যুবক।

এছাড়া বাংলাদেশসহ মাদারীপুরে বজ্রপাত বেড়ে যাওয়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা কথা চিন্তা করে তিন বছর ধরে রাস্তার পাশে তালের আঁটি রোপণ করে আসছেন। বর্তমানে মানুষের বাড়ি থেকে তালের আঁটি সংগ্রহ করে তা গ্রামের রাস্তার পাশে রোপণ করাই তার নেশা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত প্রতি শুক্র ও শনিবার তিনি এই কাজগুলো করে থাকেন।

আরও পড়ুন: রং-তুলিতে জল ও জীবনের গান

আরও জানা যায়, জিজীবিষা (বেঁচে থাকার ইচ্ছা) নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই সংগঠনের মাধ্যমেই তিনি এই তালের আঁটি রোপণ করে যাচ্ছেন। নিজেই তালের আঠির বস্তা মাথায় করে নিয়ে সুবিধামতো জায়গায় লাগাচ্ছেন। এরই মধ্যে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগী থেকে বলষা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা, বাহাদুরপুর ইউনিয়নের তিথিরপাড় থেকে পশ্চিম বাহাদুরপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা, ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ থেকে চাষার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তাসহ গ্রামের বিভিন্ন রাস্তায় ২০ হাজারেরও বেশি তালের আঁটি রোপণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তায় তালের আঁটি রোপণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা রাজন মাহমুদ, নকশি কাঁথার সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা আকাশী। এ সময় আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, পারভেজ ফকির, হাসান খান, কে এম জুবায়ের জাহিদ, তানমিরা সিদ্দিকা জেবু, জাকারিয়া মাতুব্বর, ইরমান খান, মেহেদী রুবেল, ইমরান হোসেন, সমরাজ সিয়াম, আয়ান হাসান, মামদুদ মাহমুদ প্রমুখ।

এ ব্যাপারে মিলন মুন্সি বলেন, প্রকৃতি পরিবেশকে রক্ষা করাই আমাদের কাজ। তাল গাছের প্রয়োজনীয়তা খুব বেশি। তাল গাছ একদিকে পরিবেশ রক্ষা করে অন্যদিকে বজ্রপাতের হাত থেকে আমাদের রক্ষা করে। এরই মধ্যে আমরা ২০ হাজারের বেশি তালের আঁটি রোপণ করেছি। প্রতিবছরই ১০ হাজার করে তালের আঁটি গ্রামের বিভিন্ন রাস্তায় রোপণ করবো।

আরও পড়ুন: নড়াইলে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ভিড়

ধুরাইন ইউনিয়নের গ্রাম পুলিশ তারোক মাতুব্বর বলেন, আমাদের ইউনিয়নের তালের আঁটি রোপণ করা হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ। একসময় এটি বড় হয়ে আমাদের অনেক উপকারে আসবে।

ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা রাজন মাহমুদ বলেন, মিলন মুন্সি তালের আঁটি লাগানোর জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। এই তালগাছ বর্তমানে হারিয়ে যাচ্ছে। তাই শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, এই গাছ আমাদের অনেক উপকার করে। তালের গাছ বাংলাদেশের জন্য উপকারী গাছ। বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্যও আমাদের বেশি বেশি তালগাছ লাগাতে হবে।

ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, মিলন মুন্সি দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে যাচ্ছেন। মিলন মুন্সির তালের আঁটি লাগানোর এই উদ্যোগকে স্বাগত জানাই। আশা করছি মিলন মুন্সিকে দেখে অনেকেই এই কাজে এগিয়ে আসবেন।

আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এমএস