গোলমেশিন আরলিং হালান্ড গোল করেই যাচ্ছেন ম্যাচের পর মাচ। শনিবার রাতেও তিনি গোল পেলেন তিনি। এবার অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে গোল করলেন নরওয়েজিয়ান এই ফুটবলার। ম্যানসিটিও জয় পেলো ৩-১ গোলের ব্যবধানে।
এই জয়ে ম্যানসিটিও রয়েছে যেন তুঙ্গে। মৌসুম শুরুর প্রথম ৫ ম্যাচেই টানা জয় পেলো তারা। সে সঙ্গে লিভারপুলকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এলো তারা। ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট এখন ম্যানসিটির। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার এবং তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল।
অথচ এই ম্যাচে হারের শঙ্কাতেই পড়ে গিয়েছিলো ম্যানসিটি। ৩৬তম মিনিটে গোল করে ওয়েস্টহ্যামকে এগিয়ে দেন জেমস ওয়ার্ড প্রাউজ। প্রথমার্ধে ম্যানসিটি কোনো গোলই করতে পারেনি। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে শুরু সিটিজেনরা। গোল পেতেও বিলম্ব হয়নি। দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই দলকে সমতায় ফেরান জেরেমি ডোকু।
এরপর ৭৬তম মিনিটে দ্বিতীয় গোল করেন বার্নার্ডো সিলভা। ৮৬ মিনিটে আরলিং হালান্ড গোল করে ম্যানসিটির জয় নিশ্চিত করেন।
অথচ, ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে ফেলেছিলেন প্রায়। কিন্তু টমাস সুসেক গোললাইন থেকে প্রথম বল ফিরিয়ে দেন। এরপর ফিরতি শটে গোল থেকে ওয়েস্টহ্যামকে রক্ষা করেন গোলরক্ষক আলফোনসো আরেওলা।
আইএইচএস/