বিনোদন

এনটিভিতে সত্য নাকি টিকটিকি

বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে স্টার সানডে উপলক্ষে নির্মাণ হয়েছে একক নাটক ‘সত্য নাকি টিকটিকি’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। নাটকটিতে অনলাইন পত্রিকার সম্পাদক চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। অন্যান্য চরিত্রে দেখা যাবে আঁখি আফরোজ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরোজ, হিরা চৌধুরী, রিগেন সোহাগ রতন প্রমুখকে। আগামী ২৭ মার্চ রাত ৯টা ৪০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে পরিচালক জানিয়েছেন। নাটকের গল্পে দেখা যাবে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যান লিয়ন চৌধুরী। তিনি বিশ্বাস করেন সত্য দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। তাই সত্যের মশাল জ্বালিয়ে দিতে চান মিথ্যার অন্ধকারে লুকানো সমাজে। তাই সত্য.কম নামে একটি পত্রিকা প্রকাশ করেন তিনি। কিন্তু এই পত্রিকায় কেউ বিজ্ঞাপন দেয় না। স্টাফদের বেতন আটকে যায়। হতাশ হয়ে পড়েন লিয়নের সঙ্গীরা। এভাবে সত্যবাদী হয়ে চলতে গেলে তো না খেয়ে মরতে হবে। ব্যবসা করতে গেলে মিথ্যা বলতেই হয়। কিন্তু এসব কথা মানতে নারাজ লিয়ন। এক সময় রহস্যজনকভাবে মারা যান লিয়ন। এই মৃত্যুতে লিয়নের পার্টনারদের মনে ভয় ঢুকে যায়। কিন্তু এরপর একটি সুসংবাদ আসে। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনি।এলএ/পিআর