কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের প্রবাসী আব্দুল আল নোমানের ছেলে আফনান (৭) ও শাহরিয়ার সুমনের ছেলে আদনান (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নেমে ডুবে যায়। পরে স্বজনরা তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।জাহিদ পাটোয়ারী/এসআর