বিনোদন

শুটিংয়ে লাল মোরগের ঝুঁটি

নূরুল আলম আতিক নতুন ছবি বানাচ্ছেন এই ঘোষণা তিনি দিয়েছিলেন বেশ অনেক আগেই। তারপর থেকে চলেছে নির্মাণের প্রস্তুতি। অবশেষে সবকিছু গুছিয়ে গতকাল মঙ্গলবার, ২২ মার্চ ‘লাল মোরগের ঝুঁটি’ নামে ছবিটির দৃশ্যায়ন শুরু হয়েছে। জানা গেছে, গতকাল কুষ্টিয়ায় মহরত অনুষ্ঠানের মাধ্যমে সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটির ক্যামেরা ওপেন করা হয়। এ এলাকায় শুটিং চলবে বেশ কয়েকদিন।নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর গল্পে ছবিটির প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল গেল বছরই। মুক্তিযুদ্ধ কেন্দ্রিক গল্পে নির্মিত এ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে একটি লাল মোরগকে।এলএ/এমএস