শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ মেটানোর কথা বলে ডেকে নিয়ে দুজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা বাজারে এ ঘটনা ঘটে।
আহত আমির সরদার (৩৬) ও বেলাল সরদার (৪০) একই ইউনিয়নের পূর্ব ছিলারচর গ্রামের মন্নান সরদারের ছেলে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ছিলারচর ইউনিয়নের কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায় আমির সরদার ও বেলাল সরদারের ছোটভাই লিয়াকত সরদারের ছেলে ইয়াসিন সরদার। ইয়াসিন সরদার ঐ বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। এ সময় মাঠে খেলতে আসেন একই এলাকার আবুল কাশেম সরদারের ছেলে আরিয়ান। খেলা নিয়ে ইয়াসিন ও আরিয়ানের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
আরও পড়ুন: নোয়াখালীতে যুবলীগ কর্মীকে মারধরের অভিযোগে ওসি প্রত্যাহার
এ বিষয়ে ইয়াসিনের দুই চাচা আমির ও বেলাল লিখিতভাবে আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে জানান। এরই জেরে রাতে আরিয়ানের মামা মামুন বেপারি প্রথমে ইয়াসিনের দুই চাচাকে বিরোধ মেটানোর কথা বলে ডেকে নেন। এসময় দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।
গুরুতর আহত দুইভাইকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
আহত দুই ভাই আমির সরদার ও বেলাল সরদার বলেন, বিরোধ মেটানোর কথা বলে আরিয়ানের মামা মামুন বেপারি আমাদের ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। আমরা এই ঘটনার বিচার চাই।
অভিযুক্ত মামুন বেপারির মোবাইলে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/জিকেএস