উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিতে তিনি বর্তমানে মুম্বাইয়ে। সেখানে গিয়ে কাজের এক ফাঁকে হাজির হয়েছিলেন জনপ্রিয় সংগীত তারকা আদনান সামীর বাসায়। এসময় সামীর স্ত্রী রয়াও ছিলেন।তাদের সঙ্গে তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে রুনা লায়লা লিখেছেন, ‘বহুমুখি প্রতিভাধর শিল্পী আদনান সামীর বাসায় ডিনার করলাম। সঙ্গে তার স্ত্রী রয়াও ছিলো। ওদের আতিথ্য মুগ্ধ করেছে।’এ বছর চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে বিশেষ জুরি পুরস্কার পাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। দাদা সাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন গেল ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে শিল্পীকে বিষয়টি জানিয়েছে। আগামী ৩০ এপ্রিল দিল্লীতে রুনা লায়লার হাতে পুরস্কারটি তুলে দেয়া হবে।এদিকে সম্প্রতি রুনা লায়লা ওপার বাংলার জনপ্রিয় চ্যানেল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরি’তে অংশ নেন। এলএ/এবিএস