রাজনীতি

মাদারীপুর জেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

জাতীয়তাবাদী মহিলা দল মাদারীপুর জেলা শাখার ৮০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন> হাছান মাহমুদের সমালোচনায় মহিলা দল

এতে বলা হয়, তানিয়া আক্তার লাইজুকে সভাপতি এবং মুনমুন আক্তারকে সাধারণ সম্পাদক করে মাদারীপুর জেলা শাখার ৮০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

কেএইচ/এসএনআর/জেআইএম