রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় নসিমনে থাকা এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শাব্দিপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত গরু ব্যবসায়ীর নাম শামসুল হক ছবি (৫০)। হতাহতদের বাড়ি উপজেলার মহিশালবাড়ি গ্রামে।রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, গরু বোঝাই ভুটভুটিটি গোদাগাড়ীর মহিশালবাড়ি বাজার থেকে রাজশাহী সিটি হাটে যাচ্ছিল। পথিমধ্যে শাব্দিপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ভুটভুটিতে থাকা ৬ জন আহত হন। আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে শামসুল হককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।শাহরিয়ার অনতু/এসএস/এমএস