নাটোরের বড়াইগ্রামে ভ্যানচালক মোজদার সরদার (৪৫) হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। মোজদার সরদার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর বড়াইগ্রাম উপজেলার হারোয়ার আমতলা এলাকায় পূর্ব বিরোধের জেরে ভ্যানচালক মোজদার সরদারের সঙ্গে দেলোয়ার হোসেনের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে দেলোয়ার হোসেন তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে মোজদারকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোজদার সরদার নিহত হয়। পরে নিহতের স্ত্রী লতা বেগম দেলোয়ার হোসেনকে আসামি করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে আদালতের বিচারক দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।রেজাউল করিম রেজা/এসএস/এমএস