প্রথম ধাপের প্রথম দিনে শেষ হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের জন্য এক পুলিশ কর্মকর্তাকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাতক্ষীরা জেলায় ১৪টি কেন্দ্রে ভোটের আগের রাতে সিল মারা ও ভোটগ্রহণ বন্ধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারকে (এসপি) ইসিতে তলব করা হচ্ছে। বুধবার এ সংক্রান্ত একটি চিঠি এসপি বরাবর পাঠানো হবে। তবে কবে তাকে আসতে বলা হবে সেই তারিখটি এখনো ঠিক হয়নি বলে জানান ইসির উপ-সচিব মো. সামসুল আলম। তিনি বলেন, সাতক্ষীরায় নির্বাচনী সহিংসতার দায় এড়াতে পারেন না তিনি। তাই তাকে জবাবদিহি করতে হবে। দোষ প্রমাণিত হলে শাস্তি দেয়া হবে। এইচএস/এআরএস/আরআইপি