অর্থনীতি

লেনদেন বাড়লেও সূচক কমেছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে দর হারিয়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। তবে সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।বাজার বিশ্লেষনে দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৯১ কোটি টাকা বা ২১ দশমিক ৯৮ শতাংশ বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি টাকা।ডিএসইতে আজ ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৯১টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫৭ পয়েন্ট কমে ৮ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৭ পয়েন্ট কমে ৯৭৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ৮৩ পয়েন্ট কমে ১২ হাজার ১২৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ৯৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবেসিএসইতে মোট ২৩০ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে মাত্র ৫৪টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৮ কোটি ৪১ লাখ টাকা।এসআই/এআরএস/এবিএস