দেশজুড়ে

কুষ্টিয়ায় আ.লীগের ৭, জাসদের ৩ ও ১ বিদ্রোহী প্রার্থীর জয়

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের ৭ জন, জাসদের ৩ জন ও আ.লীগের বিদ্রোহী ১ জন প্রার্থী জয় লাভ করেছেন।বহলবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা (নৌকা) প্রতীকে ৭১৯৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু (মশাল) প্রতীকে পেয়েছেন ৫৩৮৭ ভোট।তালবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (নৌকা) প্রতীকে ৪৮৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জাসদের সদস্য আরিফুল ইসলাম (মশাল) প্রতীকে পেয়েছেন ৪০০১ ভোট। বারুইপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জাসদের সহসভাপতি সাইদুর রহমান (মশাল) প্রতীকে ৬৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত উপজেলা যুবদলের সহসভাপতি মাসুদুল হক (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৫৪২৫ ভোট।ফুলবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সদস্য হাজী আব্দুস সালাম (নৌকা) প্রতীকে ৬০৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খন্দকার টিপু সুলতান (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ২১০৭ ভোট। আমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা (নৌকা) প্রতীকে ১২ হাজার ৪শ ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম (আনারস) প্রতীকে ২ হাজার ৫০ ভোট পেয়েছেন। সদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হক (নৌকা) প্রতীকে ৮৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারেফ হোসেন (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৩৮২৫ ভোট।ছাতিয়ান ইউনিয়নে উপজেলা আ.লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন বিশ্বাস (নৌকা) প্রতীকে ৬৭০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের আব্দুল জলিল রতন বিশ্বাস (মশাল) প্রতীকে ৫৯৭২ ভোট পেয়েছেন। পোড়াদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ.লীগের সদস্য ফারুকুজ্জামান জন (আনারস) প্রতীকে ১০২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস (নৌকা) প্রতীকে পেয়েছেন ৯৪২০ ভোট। কুর্শা ইউনিয়নে উপজেলা জাসদের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ওমর আলী (মশাল) প্রতীকে ৪৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল হান্নান (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩২৬৩ ভোট। মালিহাদ ইউনিয়নে আ.লীগ মনোনীত ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (নৌকা) প্রতীকে ৫০৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হামিদ (মোটরসাইকেল) প্রতীকে ৪৬৩৩ ভোট পেয়েছেন। আমবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জাসদের সহ-সভাপতি মশিউর রহমান মিলন (মশাল) প্রতীকে ৩২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল বারী টুটুল (নৌকা) প্রতীকে পেয়েছেন ২৬৪৯ ভোট। আল-মামুন সাগর/এফএ/এবিএস