২০১৬ সালে কুমিল্লার হয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক হয় রশিদ খানের। পরের বছরও একই দলে ছিলেন তিনি। কিন্তু এরপর বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, বিপিএলে আর আসা হয়নি আফগান লেগস্পিনারের।
অবশেষে প্রায় ৭ বছর পর (২০১৭ সালের পর ২০২৪ বিপিএলে) ফিরছেন রশিদ খান। এবারও সেই পুরোনো দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
আনুষ্ঠানিক বিবৃতিতে রশিদের সঙ্গে সরাসরি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ভিক্টোরিয়ান্স। কুমিল্লার অফিসিয়াল ফেসবুক পেজে তারা লিখেছে, ‘রশিদ খান, গুগলির রাজা ভিক্টোরিয়ান্সের জার্সিতে রাজত্ব করতে আসছেন।’
এদিকে রশিদকে কেনা ছাড়াও কুমিল্লা ধরে রেখেছে তাদের পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ান এবং ক্যারিবীয় আন্দ্রে রাসেল ও সুনিল নারিনকে।
স্বদেশিদের মধ্যে আছেন তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, লিটন দাসের মতো তারকারা।
বিপিএলের পরবর্তী আসর মাঠে গড়ানোর কথা আগামী বছরের জানুয়ারিতে। তার আগে প্লেয়ার ড্রাফটও হবে।
এমএমআর/এমএস