বিনোদন

ব্রাসেলসের পাশে অ্যাডেলে

বেলজিয়ামে ব্রাসেলসের বিমানবন্দরে গতকাল মঙ্গলবার, ২২ মার্চ নৃশংস জঙ্গী হামলা চালানো হয়। আর সেদিন রাতেই যুক্তরাষ্ট্রের ‘ওটু এরেনা’তে ছিলো মার্কিন পপ তারকা অ্যাডেলের কনসার্ট। কনসার্টের শুরুতে ব্রাসেলসে নিহত মানুষ ও তার স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে নিরবতা পালন করেন এই ‘হ্যালো’ তারকা। অ্যাডেলে কনসার্টে উপস্থিত তার দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা এখানে বিনোদন নিতে এসেছি। যা আমাদের শান্তি দেয়। তোমাদের প্রতি ধিক্কার যারা মানুষ হত্যা করে শান্তি খোঁজে বেড়াও।’তবে এটিই প্রথম নন, সামাজিক যে কোনো বিষয়ে সব সময় সোচ্চার অ্যাডেলে। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে উগ্রবাদী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক প্রচারণায় তার গান ব্যাবহার করায় কড়া ভাষায় ট্রাম্পকে তিরস্কার করেন অ্যাডেলে। আরএএইচ/এলএ/এমএস