দেশজুড়ে

নিখোঁজের একদিন পর মাদরাসাছাত্রের মরদেহ মিললো পুকুরে

কুমিল্লার চান্দিনায় নিখোঁজের একদিন পর ওসমান (১১) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয় পুকুর থেকে। বুধবার (২০ সেপ্টেম্বর ) উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসমান একই গ্রামের সালাউদ্দিন সিকদারের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার নুরানি বিভাগের তৃতীয় জামায়াতের ছাত্র ছিল।

ওসমানের দাদা মো. জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আছর নামাজের পর থেকে ওসমানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ঘটনাটি তার বাবাকে জানানো হলে সে ঢাকা থেকে বাড়িতে এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। বুধবার সকাল ৭টার দিকে মসজিদের ইমাম পুকুরে গোসল করতে গেলে ওসমানকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন খান জাগো নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।

জাহিদ পাটোয়ারী/এমআইএইচএস