গণমাধ্যম

যুগান্তরের চিফ রিপোর্টার হলেন আবদুল্লাহ আল মামুন

দেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টারের দায়িত্ব পেয়েছেন পত্রিকাটির বিশেষ সংবাদদাতা আবদুল্লাহ আল মামুন। বুধবার যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম একটি লিখিত চিঠির মাধ্যমে তার কাছে প্রধান প্রতিবেদকের দায়িত্ব অর্পণ করেন।প্রতিক্রিয়া জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, কাজের স্বীকৃতি হিসেবে কর্তৃপক্ষ আমার উপর বিশাল এ দায়িত্ব অর্পণ করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রধান প্রতিবেদক হয়ে আমি যুগান্তরের ঐতিহ্য ও সুনাম ধরে রাখার চেষ্টা করবো।সাংবাদিক আবদুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী বিটে কৃতিত্বের সঙ্গে কাজ করছেন।১৯৯৯ সালে সাংবাদিক জীবনের শুরুতে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা ও দৈনিক আজকের কাগজে কাজ করেন। দৈনিক আমাদের সময় প্রকাশিতব্যকালে সেখানেও দুই মাস কাজ করেন তিনি।

এর আগে তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।  এরপর ২০০৫ সালে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন দৈনিক যুগান্তরে। তার গ্রামের বাড়ি ইলামিত্র খ্যাত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়।উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারি মাসে তিনি যুগান্তরের বিশেষ সংবাদদাতা হিসেবে পদোন্নতি পান, যা রিপোর্টিং বিভাগের সর্বোচ্চ সম্মানজনক পদ হিসেবে স্বীকৃত।এআর/এআরএস/আরআইপি