দেশজুড়ে

সংকেত না মেনে ট্রাফিক পুলিশকে পিকআপের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় মাছবাহী পিকআপের ধাক্কায় জামাল উদ্দিন (৫৬) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুতের ট্রাফিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল টাঙ্গাইল পৌরসভার বাসিন্দা জুনাব আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগে শহর উপ-পরিদর্শক (টিএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার জামালের ডিউটি পোস্ট ছিল চন্দ্রা এলাকার আশপাশে। সকাল ৭টার দিকে ডিউটি পোস্টে যেতে ট্রাফিক অফিসের সামনে দাঁড়িয়ে গাজীপুর থেকে চন্দ্রাগামী একটি পিকআপকে সংকেত দেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই পিকআপটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যেতে থাকে। এতে জামাল গুরুতর আহত হন।

তাকে প্রথমে কালিয়াকৈরের সফিপুর এলাকার তানহা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান জাগো নিউজকে বলেন, ট্রাকসহ চালককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসজে/এএসএম