ফেসবুকের বন্ধুদের জন্য মহান বিজয় দিবসের উপহার বরাদ্দ করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আর এগুলো হলো তার গাওয়া ১৭টি দেশের গান। পুরনো অ্যালবাম থেকে বাছাই করা এ গানগুলো রাখা হয়েছে তার ফ্যানপেজে। এখান থেকে ভক্তরা বিনা মূল্যে গানগুলো ডাউনলোড ও শুনতে পারবেন বলে জানিয়েছেন আসিফ।আসিফ বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে গানগুলো আমার ভক্ত-শ্রোতাদের উপহার হিসেবে দিয়েছি। এখন চাইলেই এ গানগুলো তারা বিনা মূল্যে সংগ্রহে রাখতে পারবেন।গানগুলোর তালিকায় আছে ‘সবুজের বুকে লাল’, ‘৭১-এর শহিদ তোমরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘শুনেছি আমার খোকা’, ‘শিশুটা কাঁদছে’, ‘সবার বাংলাদেশ’ ।এছাড়া আসিফ তার ফেসবুকে নতুন একটি গান প্রকাশ করেছেন। এর শিরোনাম ‘আমার সোনার বাংলা’। কথা লিখেছেন রাজীব আহমেদ ও সুর করেছেন পল্লব সান্যাল।