‘যাব বাড়ি সাথে নিয়ে যাব গাড়ি’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ‘কার্নিভাল ক্রুজ’ নামে একটি জাহাজ। গত ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে ভোলা যাওয়ার এ জাহাজটি উদ্বোধন করা হয়। এতে আছে গাড়ি ও যাত্রী বহন করার সুবিধা।
বিলাসবহুল জাহাজটি ঢাকা-ইলিশা-ভোলা নৌ রুটে নিয়মিত চলাচল করবে। রাজধানীর পোস্তগোলা ব্রিজের দক্ষিণ-পশ্চিম প্রান্তের নিজস্ব জেটি থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি।
আরও পড়ুন: ডোমখালী সমুদ্রসৈকত যেন চট্টগ্রামের সুন্দরবন
এতে আছে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, বিজনেস ক্লাস (এসি চেয়ার) এবং সাধারণ যাত্রীদের জন্য ডেকে ভ্রমণ করার সুযোগ। এসি বা নন এসি এবং ভিআইপি কেবিনেও থাকছে অ্যাটাচ বাথরুম।
কার্নিভাল ক্রুজ জাহাজের যাত্রীদের জন্য ভিআইপি কেবিনের ভাড়া ৫ হাজার টাকা। সাধারণ কেবিনে ৩ হাজার টাকা। এছাড়া চেয়ারে ৫০০ টাকা এবং ডেকে ৪০০ টাকা ভাড়া দিতে হবে।
আরও পড়ুন: মহামায়ায় গিয়ে যা দেখবেন
যাত্রী ছাড়া মোটরসাইকেলের জন্য ১ হাজার টাকা, প্রাইভেট কারের জন্য ৫ হাজার টাকা, পিকআপ বা লাক্সারি কারের জন্য সাড়ে ৭ হাজার টাকা, মাইক্রোবাসের জন্য সাড়ে ৮ হাজার টাকা, মিনি বাসের জন্য ১০ হাজার টাকা এবং বড় বাসের জন্য ১৫ হাজার টাকা ভাড়া দিতে হবে।
এসইউ/জিকেএস