জাতীয়

বিশ্ব পর্যটনে উজ্জ্বল তারা হিসেবে ফুটে উঠবে বাংলাদেশ: মাহবুব আলী

বাংলাদেশ বিশ্ব পর্যটনে উজ্জ্বল তাঁরা হিসেবে ফুটে ওঠার জন্য নানা প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

Advertisement

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার এবং প্রথম বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলী বলেন, গত দশ বছর ধরে পর্যটন বিচিত্রা এশিয়ান ট্যুরিজম ফেয়ারের মাধ্যমে যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, বাংলাদেশের পর্যটন মানচিত্রে তার এক গভীর প্রভাব পড়েছে। বাংলাদেশ পৃথিবীর পর্যটন আকাশে উজ্জ্বল তারা হিসেবে ফুটে ওঠার জন্য নানা প্রকল্প নিয়েছে। এজন্য মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। এ মাস্টারপ্ল্যান খসড়া চূড়ান্তের পথে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলে চূড়ান্ত করা হবে। এই মাস্টারপ্ল্যান নিয়ে আমরা আশাবাদী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন বলেন, সরকার ও মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সুযোগ করে দেওয়া। আর বেসরকারিভাবে যদি সেই সুযোগ সুন্দরভাবে কাজে লাগায়, তাহলে অনেক কিছু সম্ভব। পথে বাধা আসবেই, সেই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় সদা সজাগ এবং তা অতিক্রম করতে তৎপর।

Advertisement

বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগ করার জন্য যা লাগবে, তার পরিকাঠামো তৈরি করতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) প্রস্তুত বলে জানিয়েছেন বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

তিনি বলেন, পর্যটনে যাতে উল্লেখযোগ্য বিনিয়োগ আসে। সেই উদ্দেশ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করবো এবং এই মেলায় আমাদের সক্রিয় যোগদান সেটাকেই প্রমাণ করছে।

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার এবং প্রথম বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা, কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করলে ছাত্রছাত্রীদের কোনো প্রবেশমূল্য লাগবে না। তবে প্রবেশ টিকিটের বিপরীতে সবার জন্য রয়েছে র‌্যাফেল ড্র এবং এয়ারলাইন্স টিকিটসহ বেড়ানোর জন্য আকর্ষণীয় গিফট ভাউচার পুরস্কার।

এমএমএ/এমআরএম

Advertisement