ক্যাম্পাস

ধানমন্ডি লেকে দোকানিদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৮

রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে বাকবিতণ্ডার জেরে দোকানি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Advertisement

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ ইসলাম।

আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- ঢাবির অমর একুশে হলের রোবটিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান আলিফ (২১), ফার্মেসি বিভাগের বায়োজিদ (১৯), নাসিফ (১৯), ইতিহাস বিভাগের আজিম মাহমুদ তৌহিদসহ (২০) সিফাতুল ইসলাম (২০), আজহা (১৯), মাহিন (১৮) ও জুনায়েদ (২০)।

তিনি বলেন, শুক্রবার বিকেলে দোকানির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে আরও কয়েকজন শিক্ষার্থীর কথাকাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়।

Advertisement

আহত শিক্ষার্থীরা জানান, দোকান কর্মচারীর সঙ্গে বসা নিয়ে তাদের এক বন্ধুর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই কর্মচারী ঢাবির নারী শিক্ষার্থীকে বাজে মন্তব্য করেন। পরে ওই দুই শিক্ষার্থী তাদের সহপাঠীদের খবর দিলে তারা সবাই মিলে সেখানে যান। এক পর্যায়ে সব দোকান কর্মচারীরা একত্রিত হয়ে তাদের ওপর আক্রমণ করে। লাঠিসোঁটা, রড, বাঁশ দিয়ে তাদের মারধর করেন। এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই কাউকে আটক করা হয়নি। সংঘর্ষের পরে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

আরএসএম/এমআরএম

Advertisement