দেশজুড়ে

বান্দরবানে খেয়াং ভাষার কী-বোর্ড উদ্বোধন

বান্দরবানে খেয়াং ভাষার কী-বোর্ড উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খেয়াং কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্রেন্ডস অব এন্ডেঞ্জার্ড এথনিক ল্যাংগুয়েজস (ফিল) সংস্থার তত্ত্বাবধানে প্রায় দুই মাসের প্রচেষ্টায় কম্পিউটার কী-বোর্ড তৈরি করতে সক্ষম হয় গবেষক দল। ভবিষ্যতে মোবাইল কী-বোর্ডে ব্যবহারের উপযোগী অ্যাপস্ তৈরি করা হবে।

আরও পড়ুন: উইন্ডোস ১০ এর কী-বোর্ডের গুরুত্বপূর্ণ ১০টি শর্টকাট

ভাষা গবেষক রিবেং দেওয়ান বলেন, দুই বছর আগে দেশে বিপন্ন প্রায় ভাষাগুলো ডিজিটালাইজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে সংস্থাটি। এ পর্যন্ত ১৬টি বিপন্ন ভাষায় কম্পিউটার কী-বোর্ড তৈরিতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

ভাষা গবেষক মৃদুল সাংমা, প্রযুক্তিবিদ সমর এম সরেনসহ সাত সদস্যের প্রচেষ্টায় খেয়াং ভাষার কী-বোর্ডটি এশিয়া মহাদেশে নবীনতম ডিজিটালাইজ ভাষায় যুক্ত হল। যা পৃথিবীর লিখিত ডিজিটালাইজ ভাষার মধ্যে ২৯৪ তম কী-বোর্ড ভাষায় স্থান পেয়েছে।

এছাড়াও পাহাড়িয়া কুড়ুখ, চাকমা, ম্রো, আবেং (গারো), মেগাম (গারো), কোল, মুণ্ডা, সান্তাল, খুমি, খাড়িয়া ও সওরা সম্প্রদায়ের ভাষা রিসোর্স ও রাইটিং টুলস, ভাষা অভিধান নিয়ে কাজ করছে সংস্থাটি।

সমাজকর্মী অংসাউ খেয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ম্রাসা খেয়াং, ভাষা গবেষক মৃদুল সাংমা, প্রযুক্তিবিদ সমর এম সরেন, গবেষক রিবেং দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম