বিনোদন

আবদুল গাফ্ফার চৌধুরীর জন্মবার্ষিকীতে সংবর্ধনা

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এই অমর গানের রচয়িতা, প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর ৮০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ‘আবদুল গাফ্ফার চৌধুরীর ৮০তম জন্মবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি’ ১২ই ডিসেম্বর ২০১৪ শুক্রবার বিকেল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জাতীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।সংবর্ধনা অনুষ্ঠানে রবিরশ্মির শিল্পীদের পরিবেশনায় সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীত এবং একুশের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহান ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদ এবং সম্প্রতি প্রয়াত দেশের বিশিষ্টজনদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বাঙালির জাতির জীবনে এমন অবিস্মরণীয় সংবর্ধনা খুব কমই এসেছে। এই সংবর্ধনাতো তাঁরই প্রাপ্য যিনি একুশের ঐতিহাসিক গান রচনার পাশাপাশি একটি ধর্মনিরপেক্ষ-যুক্তিবাদী-মানবিক বাংলাদেশের ভবিষ্যত নির্মাণে কলমযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।বাংলা একাডেমির পক্ষ থেকে ৮০তম জন্মদিনে ৮০টি গোলাপে তৈরি মালা এবং একাডেমি প্রকাশিত পুস্তক উপহার দিয়ে আবদুল গাফ্ফার চৌধুরীকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান চলাকালে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আবদুল গাফ্ফার চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।এরপর আবদুল গাফ্ফার চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এইচ টি ইমাম ও ডা. দিপু মণি, সৈয়দ শামসুল হক ও আনোয়ারা সৈয়দ হক, জাতীয় কবিতা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, গণজাগরণ মঞ্চ, জাতীয় বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, কেন্দ্রীয় খেলাঘর আসর, ঢাকা কলেজ, আওয়ামী সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ও ঢাবি শাখা, স্বভূমি লেখক সংঘ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষে ফেরদৌসি প্রিয়ভাষিনী, পেশাজেবী ঐক্য পরিষদ, মেহেন্দীগঞ্জ সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, সাংবাদিক সন্তোষ গুপ্তের পরিবার, দৈনিক সমকাল, বাংলা একাডেমি কর্মচারি ইউনিয়ন, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, হামদর্দ ফাউন্ডেশন, যুক্তরাজ্য ও সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষে শফিকুর রহমান চৌধুরী, আবদুল মুকিত চৌধুরী, বিটিভির মহাপরিচালক আসাদ মান্নান।সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আবদুল গাফ্ফার চৌধুরীর কাছে জাতির ঋণ কিছুটা হলেও শোধ করার সুযোগ আজ এই সংবর্ধনার মধ্য দিয়ে তৈরি হলো।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন- কবি সৈয়দ শামসুল হক, এটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ভাষাসংগ্রামী আহমদ রফিক, সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভাষাসংগ্রামী প্রতিভা মুৎসুদ্দী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ, ড. আনোয়ার হোসেন, সাংবাদিক আবেদ খান, বিবি রায় চৌধুরী, ব্রিটেনের কনজারভেটিভ পার্টির মনোনয়নপ্রার্থী মিনা রহমান।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবদুল গাফ্ফার চৌধুরী রচিত গান পরিবেশন করেন হিমাংশু গোস্বামী, এছাড়া পঞ্চকবির গান ছাড়াও ছিল ফরিদা পারভীনের কণ্ঠে লালনগীতি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা নূহ উল আলম লেলিন, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।