দেশজুড়ে

পাবনায় যুবককে শ্বাস রোধ করে হত্যা

পাবনায় অজ্ঞাত এক যুবককে (২৭) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় পাবনা সদর উপজেলার সিংগা উত্তর পাড়া গ্রামের একটি লিচু বাগান থেকে ওই যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়রা সিংগা উত্তরপাড়ার সোবাহান খাঁর লিচু বাগানে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান নিহতের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। তার পরণে নীল রঙের শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে যুবককে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।জামান/এফএ/আরআইপি