বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে ২০২৩ সালের সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে সহকারী জজ পদে নিয়োগের জন্য ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ভাইবা নেওয়া হয়েছিল।
আরও পড়ুন>> সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন নুসরাত
ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে (১৬শ বিজেএস) ১০০ জন নিয়োগের কথা ছিল। তবে, বলা হয়েছিল বিজ্ঞপ্তি অনুসারে, পদসংখ্যা বাড়তে এবং কমতে পারে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৩০ হাজার ৯৩৫ থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা।
এফএইচ/এমএএইচ/জিকেএস