খাগড়াছড়ির রামগড়ে প্রায় তিন লাখ টাকার ১৪ প্রকারের ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসময় মো. হানিফ (৪২) নামের একজনকে আটক করা হয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রামগড় পৌরসভার বল্টুরাম ইসলামপুর এলাকার একটি সেমিপাকা বসতঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।
আটক হানিফ রামগড় পৌরসভার বল্টুরাম ইসলামপুর এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এগুলো আনা হয়েছিল। এর আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৮৪ হাজার টাকা। আটকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না। চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস