কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম মো. বাবু এবং বয়স ৩৫ বছর।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. ইমরান জানান, রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাবু। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, নিহত বাবু কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ২১৬৬০/২৩। বাবার নাম মান্নান খান। তবে তার বিরুদ্ধে কি মামলা ছিল সেটি জানাতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
কাজী আল আমিন/এসএনআর/এমএস