বিনোদন

মাসুদ সেজানের নাটকে প্রথমবার চঞ্চল

সময়েল জনপ্রিয় নাট্যকার-নির্মাতা মাসুদ সেজান। তার রচনা ও পরিচালনায় অসংখ্য দর্শকপ্রিয় নাটক নির্মিত হয়েছে। অন্যদিকে দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী। তার ক্যারিয়ারেও রয়েছে অগণিত কাজের প্রশংসা। দুজনেই অনেকদিন ধরে নিয়মিত কাজ করছেন। তবে এই প্রথম তারা একসঙ্গে কাজ করলেন। সম্প্রতি নাট্যনির্মাতা মাসুদ সেজানের ‘ওয়াও’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী। তার বিপরীতে দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে।মাসুদ সেজান বলেন, ‘আমি আমার প্রতিটি কাজেই একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি, এখানেও তা আছে। চঞ্চল চৌধুরী ও ভাবনা একটি ভালো কাজ করবার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। ওদের সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করাটা সত্যি আনন্দের। আশা করছি আমরা দর্শকদের বিনোদনে ভরপুর একটি নাটক উপহার দিতে পারবো।’চঞ্চল চৌধুরী বলেন, ‘সেজান ভাইয়ের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। তার দর্শকপ্রিয় অনেক নাটক আমি দেখেছি। দুজনে অনেকদিন একই অঙ্গনে কাজ করলেও এর আগে সুযোগ হয়নি তার সঙ্গে কাজ করার। এবার সেই সুযোগ হওয়ায় বেশ ভালো লাগছে। নাটকের গল্পটি দারুণ। কাজটি করে খুব তৃপ্তি পেয়েছি। আশা করি দর্শকদেরও কাজটি ভালো লাগবে।’চঞ্চল বললেন, গল্পে দেখা যাবে সমাজে বসবাসরত মানুষের শ্রেণিগত অবস্থান এবং সাংস্কৃতিক পার্থক্যের দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত বাস্তবতার চিত্র।এতে চঞ্চল-ভাবনা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- মিশু সাব্বির, মুকল সিরাজ, হায়দার মিথুন, তুপা প্রমূখ। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ মার্চ রাত ১১টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে।এনই/এলএ/আরআইপি