খেলাধুলা

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। জল্পনা-কল্পনা কাটিয়ে অফফর্মে থাকা দাসুন শানাকাই থাকছেন অধিনায়ক। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন দুষ্মন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসরাঙ্গা। এছাড়া স্কোয়াডে বাকি ক্রিকেটাররা দলে থাকবেন সেটা ছিল অনুমিতই।

এশিয়া কাপ খেলা প্রায় সব ক্রিকেটারই আছেন স্কোয়াডে। বাদ পড়েছেন কেবল দুজন। তারা হলেন- বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মধুশান।

এছাড়া এশিয়া কাপে ফাইনাল ম্যাচ খেলা দিলশান মাদুশঙ্কাও দলের বাইরে রয়েছেন। দলে ফিরেছেন লাহিরু কুমারা। চামিকা করুণারত্নেকে রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছে।

চলতি বছরের জুনে ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়নে দুষ্মন্ত চামিরা। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জার্সিতে খেলেছিলেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচেও ছিলেন ৩১ বয়সী ক্রিকেটার। এরপর পেক্টোরাল পেশীর সমস্যা নিয়ে সাময়িকভাবে দলের বাইরে ছিলেন তিনি। যা জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বের আগেও তাকে ভোগায়।

এরপর ইনজুরি কাটিয়ে উঠলেও গত আগস্টে লঙ্কা প্রিমিয়ার লিগে আবার চোট পান। গোড়ালির ইনজুরিতে গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেননি তিনি।

বিশ্বকাপের অন্তত কয়েকটি ম্যাচে হলেও তাকে দলে পাওয়ার আশা ছিল শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের। তবে সে আশাও এখন ভেস্তে গেল।

এদিকে ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন লেগস্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গা। তবে তার ইনজুরি থেকে সেরে উঠার সম্ভাবনা আছে।

টিম ম্যানেজমেন্ট বলছে, হাসারাঙ্গাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি তাকে খেলার জন্য ফিট মনে হয়, তবে টুর্নামেন্ট চলাকালীন সময়ে কেউ ইনজুরিতে পড়লে বদলি খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হবে।

তবে এশিয়া কাপে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মাহিশ থিকশানা রয়েছেন স্কোয়াডে। আগামী ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিমাঙ্কা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), দিমুথ করুনারত্নে, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা (উইকেটরক্ষক), দুশান হেমন্তা, মাহিশ থিকসানা, দুনিথ ওয়াল্লালাগে, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা।

রিজার্ভ: চামিকা করুনারত্নে।

এমএমআর/জেআইএম