রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আব্দুর রহমান (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাকে সমাহিত করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার একডালা গ্রামে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালাইমারিতে একটি বাসায় থাকতেন তিনি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালে রাবির অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এরপর ২০০৫ সালে তিনি অবসরগ্রহণ করেন। সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা, সৈয়দ আমীর হলের প্রাধ্যক্ষ, অর্থনীতি বিভাগের সভাপতি, ফাইন্যান্স কমিটির সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য, রাকসুর কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।এদিকে, অধ্যাপক মো. আব্দুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।রাশেদ রিন্টু/এআরএ/পিআর