দেশজুড়ে

না.গঞ্জে তিন কারখানাকে অর্ধকোটি টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জের তিনটি কারখানাকে মোট ৫০ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর।বৃহস্পতিবার পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) জনাব এ কে এম মিজানুর রহমান তলব করে শুনানির মাধ্যমে এ জরিমানা করেন।পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে। পরিদর্শনকালে দেখা গেছে- কারখানাগুলো তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যতীত পরিচালনা করছে। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ক্ষতিপূরণ ধার্যকৃত প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ দূষণের জন্য নোটিশের মাধ্যমে পরিবেশ অধিদফতর, সদর দফতরের এনফোর্সমেন্ট উইং-এ তলব করে শুনানি করে জরিমানা করা হয়।শুনানি শেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বানিয়াপাড়া এলাকার ডহরগাঁও এলাকার থ্রি স্টার ডাইং (থ্রি-স্টার ফেব্রিক্স (প্রাইভেট) লিমিটেডকে ৪৭ লাখ ৪৩ হাজার টাকা, আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকার আল-বারাকা ওয়াশিংকে (আল ফজল ওয়াশিং) দুই লাখ ৫৬ হাজার এবং আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের নাগরপাড়া এলাকার অনি ডাইং এন্ড ইউসুফ আলী টেক্সটাইলকে ৩৩ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।সাহাদাত হোসেন/এআরএ/এবিএস