হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বৈধ পরিচয়পত্র ও অ্যাপ্রোনবিহীন এক লোডারকে আধা কেজি পাউডারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।জব্দকৃত পাউডারের নমুনা পরীক্ষার জন্য র্যাব সদর দফতরের ল্যাবে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদফতরের সদস্যরা। আটককৃতের নাম মো. সোহেল। তিনি কিশোরগঞ্জের বাহাদুরপুর গ্রামের রওশন ভূঁইয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জাগো নিউজকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও চোরাচালানের বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।এমন মুহূর্তে সোহেল নামে ওই ব্যক্তি বৈধ অ্যাপ্রোন ছাড়া ঘোরাঘুরি করছিল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে গান পাউডারের মতো আধা কেজি পাউডার জব্দ করা হয়। জব্দকৃত পাউডারের নমুনা পরীক্ষার জন্য র্যাব সদর দফতরের ল্যাবে পাঠানো হয়েছে। সোহেলকে বিমানবন্দরের নিরাপত্তা হুমকিতে সন্দেহজনক হিসেবে আটক করে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।জেইউ/এআরএস/এবিএস