প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সরকার দলীয় ছাত্র সংগঠনের নিকট থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নজিরবিহীন বলে উল্লেখ করেছে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ইউএলএফ-এর কনভেনর সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং কো-কনভেনর সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।
ইউএলএফ’র সমন্বয়ক ও সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবের পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর শপথ গ্রহণের পর বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যে বক্তব্য রেখেছেন, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট তথা বাংলাদেশের আইনজীবী সমাজ চরম হতাশ। জনগণের অধিকার রক্ষার শেষ আশ্রয়স্থল বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের রাজনৈতিক অতীত সম্পর্কে আইনজীবী সমাজ অবগত। সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ চেয়ারে আসীন থাকা অবস্থায় রাজনৈতিক বক্তব্য, সরকারি দলের ছাত্র সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার নজিরবিহীন ঘটনা।
প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট বলেছে, রাজনৈতিক বিশ্বাস বা আনুগত্য থেকে নয়, প্রধান বিচারপতি বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।
এদিকে বুধবার দুপুরে বিএনপি সমর্থক নারী আইনজীবীরা এক সমাবেশ করে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি করেছেন। আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন, শামীমা সুলতানা দীপ্তি, মৌসুমি আক্তার, আফসানা সুভ্রা, টুম্পা রিফাত প্রমুখ।
এফএইচ/এমএইচআর/জেআইএম