আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
এবার কাঠমিস্ত্রির ভূমিকায় নজর কাড়লেন রাহুল গান্ধীআবারও জনসংযোগে নেমে নজর কেড়েছেন রাহুল গান্ধী। এবার আসবাবপত্রের দোকানে ঢুকে কাঠমিস্ত্রির ভূমিকায় ধরা দিলেন ভারতের কংগ্রেস সংসদ সদস্য।
২ বছরে ধরে পেটে ব্যথা, অস্ত্রোপচারে বেরোলো স্ক্রু-হেডফোনঅসহ্য পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ৪০ বছর বয়সী যুবক। পেটের এক্স-রে করতেই চোখ কপালে ওঠে ভারতের পাঞ্জাবের মোগা হাসপাতালের চিকিৎসকদের।
থ্রটলের ওপর ব্যাগ রেখে ফোনে ব্যস্ত চালক, দুর্ঘটনার ভিডিও ভাইরালস্টেশনে ট্রেন থামিয়ে অন্যজনকে কাজ বুঝিয়ে নেমে পড়েছিলেন চালক। তিনি নামতেই হঠাৎ ট্রেনটি চলতে শুরু করে। তারপরই সেটি সোজা প্ল্যাটফর্মের ওপর উঠে পড়ে। ভারতের উত্তরপ্রদেশের মথুরা স্টেশনে তখন আতঙ্কে দৌড়াদৌড়ি, ছোটাছুটি চলছে।
পশ্চিমাদের তোয়াক্কা না করে ভারতে বেশি দামে তেল বিক্রি রাশিয়াররুশ জ্বালানির অন্যতম ক্রেতা ভারত। বর্তমানে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে ভারতের কাছে জ্বালানি তেল বিক্রি করছে রাশিয়া। যদিও এই দাম পশ্চিমাদের বেধে দেওয়া মূল্যসীমা থেকে অন্তত ২০ ডলার বেশি। ব্যবসায়ী ও রয়টার্সের ক্যালকুলেশনে এমন চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশের সমুদ্রসৈকতে ভাঙা হচ্ছে ইউরোপের বিষাক্ত জাহাজইউরোপীয় মেরিটাইম কোম্পানিগুলো তাদের পুরোনো জাহাজ ভাঙার জন্য বাংলাদেশে পাঠাচ্ছে। এসব বিষাক্ত জাহাজ সমুদ্রসৈকতের বিপজ্জনক পরিবেশে ভাঙতে গিয়ে প্রাণ হারিয়েছে অনেক শ্রমিক। হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে।
গিটার বাজিয়ে গান গাইলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীশান্তি ও গণতন্ত্রের প্রচারে যুক্তরাষ্ট্রের গ্লোবাল মিউজিক ডিপ্লোম্যাসি ইনিশিয়েটিভের উদ্বোধন হলো বুধবার (২৭ সেপ্টেম্বর)। এটি উদ্বোধন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এসময় নানা ধরনের বাদ্যযন্ত্র ও সঙ্গীতের মূর্ছনায় নিজেকে সামলাতে পারেননি মার্কিন মন্ত্রী। একপর্যায়ে গিটার বাজিয়ে নিজেই শুরু করেন গান। তার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় দ্বিতীয় বাংলাদেশিরা২০২২ সালে ভারতে বেড়াতে যাওয়া বিদেশি পর্যটকের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। তাদের ওপরে কেবল যুক্তরাষ্ট্র। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পর্যটন মন্ত্রণালয়।
দাবানল মোকাবিলায় ছাগল নামাচ্ছে যুক্তরাষ্ট্রদাবানল মোকাবিলায় ব্যতিক্রমী একটি পথ খুঁজে পেয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ যে ঝোপঝাড়, সেগুলো পরিষ্কার করতে ছাগলের পাল কাজে লাগাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যটি।
মেঘে পৌঁছে গেছে প্লাস্টিক কণা, জানালেন জাপানের বিজ্ঞানীরামাটি-পানি দূষিত করার পর এবার মেঘেও পৌঁছে গেছে অতিক্ষুদ্র প্লাস্টিক কণা (মাইক্রোপ্লাস্টিকস)। এতে জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে ধারণা করা গেলেও তা ঠিক কীভাবে হচ্ছে, তা এখনো অজানা।
ইসরায়েলে একই পরিবারের ৫ জনসহ ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যাইসরায়েলে পৃথক দুটি ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটিতে আরব সংখ্যালঘুদের ওপর ভয়ংকর প্রাণঘাতী হামলার সবশেষ ঘটনা এটি।
রিলায়েন্সে বেতন পাবেন না আম্বানির সন্তানেরারিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক পদে বসলে তার জন্য কোনো বেতন পাবেন না মুকেশ আম্বানির তিন ছেলেমেয়ে। কেবল পর্ষদ ও কমিটির বৈঠকগুলোতে অংশ নিলে তার জন্য একটি ফি পাবেন তারা। রিলায়েন্সের পরিচালনা পর্ষদে আম্বানির সন্তানদের নিয়োগ প্রসঙ্গে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক নোটিশে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
এমএসএম/জেআইএম