রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল লতিফ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার ওয়ারলেস গেট এলাকা থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি তিনি ডায়াবেটিস রোগী ছিলেন। প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। আজ সকালে রেললাইন ধরে হাঁটার সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দেয়। কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আব্দুল লতিফ নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মৃত আবু তালেবের সন্তান। কর্মসূত্রে মগবাজার ডাক্তার গলিতে বসবাস করতেন।
কাজী আল-আমিন/কেএসআর/এএসএম