মালয়েশিয়ায় বাণিজ্যিক কেন্দ্র বন্দরের আঞ্চলিক সদর দফতর স্থাপনের উদ্যোগ নিয়েছে চীন। এ লক্ষ্যে সম্প্রতি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি) মালয়েশিয়ায় ২শ` কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে কর্মপরিধি বাড়াতেই সিআরইসি এমন সিদ্ধান্ত নিয়েছে।সিনহুয়া বিশ্বের অন্যতম বৃহৎ অবকাঠামো নির্মাণকারী কোম্পানি সিআরইসি। এর সিংহভাগ মালিকানা রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (সিআরইসিজি) অধীনে। নির্মাণ ছাড়াও শিল্প খাতে ম্যানুফ্যাকচারিং, আবাসন ব্যবসা ও খনিজ খাতে কোম্পানিটির ব্যবসা রয়েছে। প্রতি বছর কোম্পানিটি ১০ হাজার কোটি ডলারের বেশি আয় করে।এদিকে গত বছরের ডিসেম্বর থেকে বন্দর মালয়েশিয়া প্রকল্পের ৬০ শতাংশ ইকুইটি অধিগ্রহণের ব্যাপারে মালয়েশিয়ান অংশীদারের সঙ্গে আলোচনা করে আসছে সিআরইসি। কোম্পানিটির প্রেসিডেন্ট ঝাং জোংইয়ান বলেছেন, “কোম্পানিটি যে মালয়েশিয়ায় নতুন একটি ভূমিকা রাখতে চায়, প্রকল্পটির মাধ্যমে তা স্পষ্ট হয়েছে।”তিনি আরো বলেন, “এর আগে আমরা (প্রকল্পটিতে) ঠিকাদার ছিলাম। সুতরাং ব্যাপারটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পরিবহন ও বাণিজ্যিক কেন্দ্রটি নির্মাণ ও বিনিয়োগ করছি।”মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সিআরইসির বিনিয়োগ সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তার মতে, “এটি মালয়েশিয়া ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় বহন করে। চীন থেকে আরো বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে মালয়েশিয়ার।”আরএস/পিআর