তথ্যপ্রযুক্তি

ঢাকায় এক্সেল টেকনোলজি ও এইচআইকেভিশনের পার্টনার মিট

বর্তমান ব্যবসায়িক সফলতা ধরে রাখতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক্সেল টেকনোলজি ও এইচআইকেভিশনের পার্টনার মিট। সম্প্রতি ঢাকার একটি কনভেনশন সেন্টারে এ পার্টনার মিট অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ আইকে ভিশন ডিলার এক্সেল টেকনোলজিস এর শীর্ষ কর্মকর্তাগন ও এইচআইকেভিশন প্রতিনিধি দল।এক্সেল টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহ বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে নিরাপত্তা একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তায় ভালো মানের সি সি ক্যামেরা স্যলুশন নির্ভর সমাজ ও দেশ গড়ায় যুগোপযুগি পদক্ষেপ নিয়েই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য এগিয়ে নিতে হবে। তিনি উপস্থিত সকল ব্যবসায়ীদের সারা বছর কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানান। চীনের শীর্ষস্থানীয় সিকিউরিটি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচ আইকে ভিশন তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও  প্রযুক্তির মাধ্যমে সারাবিশ্বে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত চার বছর এইচআইকেভিশন এবং এক্সেল টেকনোলজিস লি: ব্যবসায়িক অংশীদার নিয়ে সারা বাংলাদেশে সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ছাড়াও অসংখ্য দেশে পন্য রপ্তানি করে বিলিয়ন মার্কিন ডলার আয় করছে। বিজ্ঞপ্তি।এআরএস/পিআর