দেশজুড়ে

রামেকে ডেঙ্গুতে প্রাণ গেলো শিশুর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাওহিদ ইসলাম (১৩) নামে এক ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাওহিদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। ২৪ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ২৮ তারিখ তাকে রামেক হাসপাতালে আইসিউতে পাঠানো হয়। শনিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ১১জন মারা গেছেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে একদিনে ১৫ জনের ডেঙ্গু শনাক্ত

তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৭ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৬৯ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৯০৪ জন। বর্তমানে আরও ১৮২ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।

সাখাওয়াত হোসেন/জেএস/এএসএম