জাতীয়

চট্টগ্রামে ১৪ মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে আয়েশা বেগম (৪০) নামে ১৪ মামলার আসামি এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় রুবি আক্তার (৩৬), সজিব (২৫) ও রবিউল হোসেন ঈশান (২৫) নামে তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে বন্দর থানাধীন রোহিঙ্গাপাড়া ৯নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আয়েশা বেগম নগরীর ডবলমুরিং থানার আবিদার পাড়ার মো. মুরাদের স্ত্রী, রুবি আক্তার কুমিল্লার বাঙ্গরাবাজার থানার সোনারামপুর গ্রামের মৃত কবিরের স্ত্রী, সজিব নগরীর ডবলমুরিং থানার বিল্লাপাড়ার আমির হোসেনের ছেলে এবং রবিউল হোসেন ঈশান বন্দর থানার ৩নম্বর ফকিরহাট এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে ২৫০ পিস ইয়াবাসহ চার কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে আয়েশা বন্দর থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে ১৩টি মাদক ও একটি অস্ত্র মামলা রয়েছে।

ইকবাল হোসেন/এমএএইচ/এমএস