ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে মো. আলফাজ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে (হুরমত উল্লাহ কলেজের সামনে) এ ঘটনা ঘটে।
নিহত আলফাজ ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলফাজ বেলা ১১টার দিকে বাড়ির পাশের সুতিয়া নদীতে খরা জালে মাছ ধরতে গিয়ে ডুবে যায়। পরে তার পরিবার ও স্থানীয় লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে থাকা খরা জালের বসার ভাঙা মাঁচা দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে তল্লাশির করে। বিকেলে খরা থেকে ১০০ মিটার দূরে আলফাজের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
মঞ্জরুল ইসলাম/এফএ/জেআইএম