বাণী:যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না। -সিনেকা বাণীযারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। -জন সার্কল যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে। -লাভাটাব বচন:সাত হাতে, তিন বিঘাতে কলা লাগাবে মায়ে পুতে। কলা লাগিয়ে না কাটবে পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এইচআর/পিআর