নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর নতুন পাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিরাজুল একই উপজেলার নাজিরপুরের গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের মৃত সিফাত মাস্টারের ছেলে।
আরও পড়ুন: রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়লেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে তিনি নিখোঁজ হতেন, আবার বাড়ি ফিরেও আসতেন। তেমনি শনিবার রাতে তিনি নিখোঁজ হন। রোববার সকালে নাজিরপুর নতুন পাড়ার একটি পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মো ইমরান হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
রেজাউল করিম রেজা/জেএস/এএসএম