স্কুল ব্যাগে করে পাচারের সময় ৪০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছেন দুই কারবারি। রোববার (১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমরআলী রাস্তার মুখে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া এলাকার মৃত মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন সাদ্দাম (৩২) ও একই উপজেলার দক্ষিণ মটুয়া গ্রামের মমতাজুল হকের ছেলে আব্দুল আহাদ রিয়াজ (২৫)।
আরও পড়ুন: ফেনীতে রেস্তোরাঁয় হামলার ঘটনায় গ্রেফতার ৩
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থেকে চট্টগ্রামগামী একটি বাসে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় সাদ্দামের সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এম মাঈন উদ্দিন/জেএস/এমএস