আন্তর্জাতিক

ইউরোপ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

সম্প্রতি ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে মার্কিন সরকার। আগামী তিনমাসের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে। গত মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে হামলার ঘটনায় ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই শতাধিক। ইতোমধ্যেই ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এবিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রশাসনিক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইউরোপজুড়ে হামলার পরিকল্পনা করছে। খেলার স্থান, পর্যটন এলাকা, রেস্তোঁরা এবং পরিবহন তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। মার্কিন নাগরিকদের তাই ইউরোপে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক হতে হবে। এই ভ্রমণ সতর্কতা ২০১৬ সালের ২০ জুন পর্যন্ত থাকবে।  আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতে, জনাকীর্ণ স্থান এড়িয়ে চলতে, ধর্মীয় ছুটির দিন কিংবা উৎসব ও পালা-পার্বনের দিনগুলোতে বিশেষভাবে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। টিটিএন/পিআর