জাতীয়

বৃষে উন্নতি মিথুনে সমাধান

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) প্রেম নিয়ে জটিলতা কাটার ইঙ্গিত। শিক্ষা নিয়ে সমস্যা সমাধানের যোগ আছে। যাত্রাযোগ শুভ ফল লাভের ইঙ্গিত। আর্থিকযোগ শুভ।  বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)প্রেম নিয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসবে বন্ধু। যাত্রা শুভ। শিক্ষা নিয়ে সমস্যা সমাধানের সম্ভাবনা। কর্মে উন্নতি। আর্থিকযোগ শুভ। বিনোদনের যোগ আছে।মিথুন: (২২মে – ২১ জুন) কর্মক্ষেত্রে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। শিক্ষায় সমস্যার যোগ আছে। আর্থিক বিষয়ে সমস্যার সমাধান হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে বাধা আছে।  কর্কট: (২২ জুন – ২২ জুলাই) কারও কথায় ভরসা করলে আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসার বিষয়ে কড়া নজর দরকার। শিক্ষা বিষয়ে শুভযোগ। প্রেমযোগ শুভ। শারীরিক সমস্যার সমাধান হতে পারে। সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  পারিবারিক বিষয় নিয়ে সমস্যার সমাধান হতে পারে। বিদেশযাত্রার পরিকল্পনা সফল হওয়ার যোগ। প্রেমযোগে বাধা আছে। দাম্পত্য কলহের সম্ভাবনা আছে।  কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  পারিবারিক সমস্যার ক্ষেত্রে বন্ধুর সাহায্য লাভ। প্রেমের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। শিক্ষার বিষয়ে উন্নতির যোগ। বিদেশ ভ্রমণে বাধা আসতে। শারীরিক সমস্যা। আর্থিকযোগ শুভ।তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) প্রেমের ক্ষেত্রে সমস্যা সমাধানের যোগ। যাত্রাযোগে শুভ যোগ বর্তমান। শিক্ষাযোগ শুভ। বিনোদনের যোগ আছে। পরিবারের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে।  বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। কর্মে উন্নতির যোগ বর্তমান। শিক্ষাযোগ শুভ। সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান হবে।   ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) প্রেম নিয়ে ছোটখাটো মনোমালিন্য থাকবে। যাত্রাযোগে শুভ ফল বর্তমান। শিক্ষাক্ষেত্রে শুভ যোগ। আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) প্রেমযোগ শুভ। তবে প্রেমের মধ্যে অন্য কারও মতামত সাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে। পারিবারিক বিবাদের সমাধান। সম্পত্তি লাভের সম্ভাবনা। পরোপকার করতে গিয়ে বিড়ম্বনায় পড়ার যোগ আছে।কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শারীরিক সমস্যার সমাধান। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ইতিবাচক যোগ। প্রেমযোগ শুভ। শিক্ষাক্ষেত্রে বাধা আছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) প্রেমের ক্ষেত্রে বন্ধুর সাহায্য পাবেন। তবে আত্মীয়দের মধ্যে কারও দিক থেকে প্রেমে বাধা আসতে পারে। কর্মে উন্নতির যোগ। ব্যবসার পক্ষে শুভ। পরিবারের সঙ্গে ভ্রমণ বা বিনোদনের সম্ভাবনা আছে।এএইচ/পিআর