দেশজুড়ে

প্রচার-প্রচারণায় মুখর মহেশপুরের ইউপিগুলো

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ইউপিগুলোর অলিগলি, গুরুত্বপূর্ণ স্থানসহ মাঠ-ঘাট ছড়িয়ে গেছে প্রার্থীদের প্রতীক, ব্যানার, ফেস্টুনে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের মাইকিং। ঘরে ঘরে গিয়ে প্রার্থী ও সমর্থকরা প্রতীক সম্বলিত লিফলেট ও হ্যান্ডবিল বিলি করে ভোট প্রার্থনা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী মোট ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, মেম্বার সদস্য পদে ৪০৯ জন ও সংরক্ষিত নারী আসনে ১০৫ জন নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন। তারা আরও জানায়, জেলা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মহেশপুর উপজেলা। ১৯৮৩ সালে এটি উপজেলায় রূপান্তরিত হয়।  ৪১৯.৫৩ বর্গ কিমি. আয়তনের এ উপজেলাটি ১২টি ইউনিয়ন পরিষদ এবং ১৯৬টি গ্রাম নিয়ে গঠিত। এবারে মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে সর্বমোট ২,২০,৫৫১ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১,০৯,৪২৯ জন আর পুরুষ ১,১১,১২২ জন।চেয়ারম্যান ও মেম্বর প্রার্থী এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যান, মেম্বার সদস্য ও সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে-দ্বারে। প্রার্থী ও তাদের সমর্থকেরা রাত-দিন চষে বেড়াচ্ছেন দরজায়-দরজায়, প্রতি ওয়ার্ডের বাড়ি-বাড়ি। কঠিন রোদ উপেক্ষা করে তারা চালাচ্ছেন প্রচার-প্রচারণা। দিচ্ছেন ভুরি-ভুরি প্রতিশ্রুতি ও আশ্বাস। ভোটাররাও তাদের সমস্যাগুলো বার বার তুলে ধরছেন প্রার্থীদের কাছে।উল্লেখ্য, এ উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। এসএস/পিআর