দেশজুড়ে

স্ত্রীর স্বীকৃতির দাবিতে মাদরাসায় নারীর অবস্থান

মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে ডিক্রিরচর ফাজিল মাদরাসায় অবস্থান নেন এক নারী। রোববার (১ অক্টোবর) ওই মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমানের স্ত্রীর দাবি নিয়ে সেখানে অবস্থান নেন তিনি।

অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান বরিশালের গৌরনদী উপজেলার তিখাসার গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

ভূক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, ডিক্রিরচর ফাজিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রায় আট বছর আগে ওই নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সাত বছর আগে মোস্তাফিজুর রহমানের এক পরিচিত লোকের মাধ্যমে কাবিননামা তৈরি করে বিয়ে করেন। পরে তারা বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন। কিন্তু হঠাৎ কয়েক মাস ধরে ওই শিক্ষক তার কোনো খোঁজখবর নেননি। তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না মোস্তাফিজুর রহমান।

পরে ওই নারী স্ত্রীর স্বীকৃতি না পেয়ে শিক্ষকের প্রতিষ্ঠানসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন: ক্ষমতায়ন না হলে সমাজে নারীর অবস্থান বাড়তো না: প্রধানমন্ত্রী 

ভুক্তভোগী ওই নারী বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে মোস্তাফিজ প্রতারণা করে আসছে। আমি স্ত্রীর স্বীকৃতি চাই। মোস্তাফিজ এর আগেও বেশ কয়েকটি বিয়ে করেছে।

এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বলেন, ওর যা মন চায় করুক। আমি কাউকে ভয় পাই না।

মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য মো. ফজুলর রহমান বলেন, আমরা ওই শিক্ষককের বেতন বন্ধ করে দিয়েছি। ওই নারী একাধিক বার মাদরাসায় এ দাবি নিয়ে এসেছেন।

ওই মাদরাসার অধ্যক্ষ মো. এনামুল বলেন, বিষয়টি নিয়ে আমরা কয়েক বার বসছি। আবারও এ নিয়ে বসা হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম বলেন, এতোবড় অপরাধ করে ওই শিক্ষক কী করে পার পাওয়ার চিন্তা করে। এটা আসলে দুঃখজনক ঘটনা।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা বলেন, বিষয়টি নিয়ে ওই মাদরাসার সভাপতির সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহার চেষ্টা করবো।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস