দেশজুড়ে

রোডমার্চের গাড়ি থেকে হামলা, যুবলীগ-ছাত্রলীগের বাইক ভাঙচুর

রোডমার্চের গাড়ি থেকে হামলা, যুবলীগ-ছাত্রলীগের বাইক ভাঙচুর

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চের গাড়ি থেকে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় যুবলীগ-ছাত্রলীগের সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Advertisement

রোববার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চর হোসেনপুর ভূইয়া ফিলিং স্টেশনের বিপরীত দিকে এ ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চন বলেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ আমরা কয়েকজন চা পান করছিলাম। এমন সময় একটি পিকআপে যাওয়া বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ভাষায় গালাগাল করতে থাকে।

তিনি আরও বলেন, এর প্রতিবাদ জানালে আমাদের ওপর পাথর নিক্ষেপ শুরু হয়। আমরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে শতাধিক গাড়ি থেকে একসঙ্গে লোকজন নেমে হামলা চালিয়ে আমাদের সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায়। যারা হামলা করেছে তাদের কাউকে চিনতে পারিনি। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমাদের রোডমার্চ থেকে যুবলীগ বা ছাত্রলীগের ওপর কোনো হামলা হয়নি। উল্টো তারা ঈশ্বরগঞ্জ যুবদলের গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় মোটরসাইকেলসহ সাতটি প্রাইভেটকার ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/এসজে/জিকেএস

Advertisement